বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘৩১ দফায় সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য চিকিৎসা’ এই শ্লোগানকে বাস্তবায়নের অংশ হিসেবে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে দত্তবাড়ি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হয়।
ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন, যার সুফল মানুষ এখনো পাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আমরা আগামী নির্বাচনে জয়ী হয়ে তা বাস্তবায়ন করব।
বক্তারা আরও বলেন, বগুড়ায় জিয়াউর রহমান ও তারেক রহমানের জন্মভূমি। এখানকার মানুষ বিএনপিকে ভালোবাসে। আশা করি, আগামী নির্বাচনে এ জেলার মানুষ ৭টি আসনেই বিএনপিকে জয়ী করবে।
একই সময়ে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি রক্তদান অ্যাপেরও উদ্বোধন করা হয়।
ফ্রি চিকিৎসা সেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, উপদেষ্টা ও ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সহ-সভাপতি ও জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এবং বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ।
আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব ডা. এম এ ওয়াহেদ, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. ইউনুস আলী, জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বাংলাদেশ হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ডা. মুনছুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিএনপি, অঙ্গদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জুয়েল হাসান/এএ