তরুণ প্রজন্মকে ডিভাইস ও মাদক থেকে দূরে রাখতে আলফাডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে আলফাডাঙ্গা উপজেলা একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী তামিম আহমেদ মিলন। তিনি বলেন, ‘তরুণ সমাজকে মাদকমুক্ত ও ডিভাইস আসক্তিমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচেতন ও সুস্থ প্রজন্ম গঠনের বিকল্প নেই।’
অন্যান্য অতিথির মধ্যে ছিলেন আলফাডাঙ্গা ক্লাবের সাবেক সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং উপজেলা এনসিপি নেতা মকবুল গাজী।
প্রীতি ফুটবল ম্যাচের প্রধান আয়োজক মাসুদ মুন্সি বলেন, ‘যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ভবিষ্যতে আরও বড় ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
স্থানীয়রা উদ্যোগটি প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।
রাকিবুল /এইচআর