আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটি অনুমোদন, দায়িত্ব হস্তান্তর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৯

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ইউনিট কমান্ড। রোববার দুপুরে নবনির্বাচিত আহবায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য বিদায়ী প্রশাসক রাসেল ইকবাল।
গত ২৫ আগস্ট ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম এ ছালাম লাল ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরিত পরিপত্রে কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক মো. মুঞ্জুর মিয়া এবং সদস্য সচিব মতিয়ার রহমান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলমগীর হোসেন, কায়েম মোল্যা, আবুল বাশার মিয়া ও রউফ সর্দার।
নবনির্বাচিত আহবায়ক মো. আতিয়ার রহমান বলেন, ‘আমি যতদিন দায়িত্বে থাকবো, আলফাডাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। তাদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে সর্বদা পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।’
নতুন আহবায়ক কমিটি আগামী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
রাকিবুল/এইচআর