নীলফামারী ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বন্ধ ঘোষণা করা একটি কোম্পানির আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. হাবিব (২০) নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট দুলাল উদ্দিনের ছেলে। তিনি ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফরহান তানভিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়।
বেলা ১২টায় পাওয়া শেষ খবরে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সংঘর্ষ থামলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বর্তমানে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। গতকাল সোমবার রাতে কর্তৃপক্ষ হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয়। আজ সকালে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এসময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
তৈয়ব আলী সরকার/এমবি/এইচকে/ওকেআর/এএইচকে