আজিজুল হক কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

আজিজুল হক কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত। ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় আজিজুল হক কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে আব্দুল বারি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শান্তাহার থেকে রংপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আলীরহাট গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি বগুড়া সদরের মালগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক কলেজের সামনে ফুচকা বিক্রি করতেন। মঙ্গলবার সকালে তিনি কানে ব্লুটুথ ডিভাইস দিয়ে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, আব্দুল বারির মরদেহ শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুয়েল হাসান/এমবি