ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩

ছবি : বাংলাদেশের খবর
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা-গোপালনগর আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা–মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গামর ইউনিয়নের চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত হয়েছেন সোহেল রানা (২৮)। তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি পাবনার চাটমোহরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী আউলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়াকে নিয়ে শাহজাদপুর থেকে চাটমোহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও তাঁর মেয়ে সুমাইয়া মারা যান। নিহতদের বাড়ি চাটমোহর উপজেলায়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এআরএস