Logo

সারাদেশ

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১২ জন আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আদালতে জামিনের আবেদন করলে বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরিত আইনজীবীদের মধ্যে রয়েছেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট  মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট  হুমায়ুন কবির, অ্যাডভোকেট  মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, যুবলীগ নেতা অ্যাডভোকেট জুনায়েদ হোসেন জুয়েল, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইমরান হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৭ মার্চ সকাল ১১টার দিকে আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন নেতা-কর্মী বিএনপির বরগুনা জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার ১২ আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান। ২১ জুলাই তারা বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য দিন ধার্য করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমীন।

অ্যাডভোকেট  আবদুল মোতালেব মিয়া ও এ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, তারা পুনরায় জামিনের আবেদন করবেন। আসামিরা সবাই নিয়মিত আদালতে কর্মরত আইনজীবী এবং পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মামলাটি দুই বছর আগের রাজনৈতিক ঘটনা নিয়ে করা হয়েছে এবং অনেক আসামি আওয়ামী লীগের সদস্য নন।

খান নাঈম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর