Logo

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, প্রাণে বেঁচে ফিরলেন ১৮ মাঝিমাল্লা

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, প্রাণে বেঁচে ফিরলেন ১৮ মাঝিমাল্লা

ছবি : প্রতীকী

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড়ে সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লা জীবিত উদ্ধার হয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে মাছ ধরতে যায় এফবি আবদুল্লাহ তুফান ট্রলারটি। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ঢেউয়ের তীব্রতায় ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা আরেকটি ট্রলারের সাহায্যে মাঝিমাল্লারা ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ট্রলারের নাম এফবি আবদুল্লাহ তুফান। এটি পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুরে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, সম্প্রতি বঙ্গোপসাগরে প্রায়ই আকস্মিক ঝড়ো হাওয়া ও অস্বাভাবিক ঢেউ দেখা দিচ্ছে। এতে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন। তারা দাবি করেছেন, সাগরে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস আরও কার্যকরভাবে জানানো প্রয়োজন।

খান নাঈম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বঙ্গোপসাগর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর