ফেনীতে চোরাই পেট্রোলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২
-68b6ca12f1a7e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে চোরাই পেট্রোলসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শহিদুল্লাহ খান (৫৭), চাঁদপুর জেলার কৃষ্ণপুর গ্রামের মো. মেকসেদ আলীর ছেলে, এবং মো. সৈকত হাসান (১৯), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এ্যাবদারপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টিম রামপুর এলাকায় চেকপোস্ট বসায়। সন্দেহভাজন একটি তেলবাহী ট্যাংকারকে সংকেত দিলে, ট্যাংকারের দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের দাওয়া করে আটক করেন।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে অবৈধভাবে ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল নিয়ে যাচ্ছিল। এর আনুমানিক মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। র্যাব তেলবাহী ট্যাংকটি জব্দ করেছে।
তাদের আরও বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাহাজ ও জলানী বহনকারী লরি থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অকটেন, ডিজেল ও পেট্রোল সংগ্রহ করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।
ফেনী র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এআরএস