Logo

সারাদেশ

পঞ্চগড়ে পাহারাদার ডুবুর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

পঞ্চগড়ে পাহারাদার ডুবুর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ে পাহারাদার রফিকুল ইসলাম ডুবুর (৭০) হত্যা মামলার মূল আসামি আরমান ইসলাম আমজাদ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে জেলার সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার জানান, গত ৪ আগস্ট দিবাগত গভীর রাতে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের জৈনক মাহাবুব আলম প্রধানের কাঠের স’মিল ঘরের বারান্দায় কে বা কারা বাজারের নাইট গার্ড ডিসিস্ট রফিকুল ইসলাম ডুবুকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস টিম তদন্ত চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি আরমান ইসলাম আমজাদকে সোমবার বিকেল ৫টার সময় হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে জানায়, ঘটনার দিন রাত ১টা ৩০ থেকে ২টার মধ্যে টুনিরহাট বাজারের বিআরটিসি কাউন্টারের পাশে কাঠের স’মিলে আসামি ও পাহারাদার তাস (রামী) খেলছিলেন। খেলায় জিতে আসামি রওনা হলে ডিসিস্ট তার ঘরে থাকা কার্তি দিয়ে পেছন থেকে আঘাত করলে আসামি ক্ষিপ্ত হয়ে কার্তি কেড়ে নিয়ে ডিসিস্টের গলায় প্রথমে পোচ দিয়ে, পরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনের শেষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এই হত্যাকাণ্ড ছাড়াও জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

 এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর