Logo

সারাদেশ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ঘুষ নেওয়ার অভিযোগে সার্ভেয়ারের ওপর হামলা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ঘুষ নেওয়ার অভিযোগে সার্ভেয়ারের ওপর হামলা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপদ কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযান ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে একজন সার্ভেয়ারকে নিয়ে। এরপরই উত্তেজিত জনতা তার ওপর হামলা চালায়, যার ফলে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযান শুরু হওয়ার দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল আলমকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের সরাতে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জমি দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল। এতে মহাসড়কের যান চলাচল এবং স্থানীয়দের চলাচলে সমস্যা তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শ্রীপুর থানা পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানের শুরু হয়। অভিযানের এক পর্যায়ে, অভিযুক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এবং কিছু ক্ষুব্ধ ব্যক্তি তার ওপর চড়াও হয়ে তাকে আহত করে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম জানান, ‘হামলার সময় আমি অন্য পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলাম। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারকে সাথে কথা বলে হামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সার্ভেয়ারের ওপর হামলার পর উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে।’

সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর