বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর রূপগঞ্জে খাল অবৈধ দখলমুক্ত করল প্রশাসন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
-68b6d37d359b0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ঐতিহাসিক উকিলবাড়ি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগে অবস্থিত এই খালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল ও কিছু আবাসন কোম্পানির অবৈধ দখলে ছিল। এ বিষয়ে দৈনিক বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর খালটি অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম।
অভিযানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মো. রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক ফরহাদুল ইসলামসহ পৌর কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
অভিযান শেষে পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ও কিছু আবাসন কোম্পানি খালটি দখল করে রেখেছিল। কোথাও বালি ভরাট, কোথাও দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণের ফলে বহু গ্রাম পানিবন্দি অবস্থায় পড়েছিল। জনগণের দাবির প্রেক্ষিতে এবং সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। খালের সীমানায় যত শক্তিশালী দখলদারই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। খাল খননের মাধ্যমে দ্রুত পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।’
অপরদিকে, একই দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের তেতলাবো খালপাড় এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।
দুলাল হোসেন বলেন, ‘খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষ বছরের পর বছর জলাবদ্ধতায় ভুগছিল। বর্ষা মৌসুমে বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত। জনগণের দুর্ভোগ কমাতে নিজের উদ্যোগে খাল খননের কাজ শুরু করেছি। রাজনীতি মানুষের সেবার জন্য, এই চেতনা থেকেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরও বলেন, ‘শুধু খাল খনন নয়, সামনে এলাকাবাসীর অন্যান্য মৌলিক সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করব। জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।’
স্থানীয়রা জানান, অতীতে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে খালটি দখল করত। তারা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হতো। সরকারি খাল উদ্ধারের মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।
এন বি আকাশ/এআরএস