Logo

সারাদেশ

পটিয়ায় পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

পটিয়ায় পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও চার দফা দাবিতে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পল্লী বিদ্যুত অফিসের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরে অনিয়ম ও ঘুষের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। সারাদেশের প্রায় ৮০টি সমিতির কয়েকশ নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নেন।

অবস্থানকারীরা দাবি করেন, ‘পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।’

পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী বলেন, ‘দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে। তবে বিশৃঙ্খলা বা গ্রাহক ভোগান্তি ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা দুর্নীতি বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর