Logo

সারাদেশ

খুলনায় ধানের চারা রোপণ-লাল কার্ড প্রদর্শন করে সড়ক সংস্কারের দাবি

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

খুলনায় ধানের চারা রোপণ-লাল কার্ড প্রদর্শন করে সড়ক সংস্কারের দাবি

ছবি : বাংলাদেশের খবর

খুলনার রূপসা সেতুর পশ্চিম পাশে শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত চালুর দাবিতে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধানের চারা রোপণ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।

বক্তারা বলেন, রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ দীর্ঘ ১২ বছর ধরে সংস্কারহীন ও ভাঙাচোরা থাকার কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে সড়কের কাজ শেষ হয়নি বলে অভিযোগ করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অবিলম্বে সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া দ্রুত কাজ না হলে কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঘেরাও করার হুমকিও দেন তারা।

তরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর