Logo

সারাদেশ

চাঁদপুরে মেয়াদবিহীন রসমালাই বিক্রি, ঘিতে রং মেশানোয় জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

চাঁদপুরে মেয়াদবিহীন রসমালাই বিক্রি, ঘিতে রং মেশানোয় জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের পুরান বাজারে মেয়াদবিহীন রসমালাই বিক্রি ও ঘিতে রং মেশানোর অভিযোগে মীম বনফল সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদবিহীন রসমালাই এবং ভেজাল ঘি রাখার দায়ে এ জরিমানা করা হয়।

অভিযুক্ত মালিক বাদশা মিয়া ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন। অন্যান্য প্রতিষ্ঠানেও পরিদর্শন চালিয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর