ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন করে হুমকি ও অশালীন বক্তব্য দেন। একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোরও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর তিনি কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আপেল মাহমুদ বলেন, একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস