Logo

সারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকার, আটক ৮

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকার, আটক ৮

ছবি : বাংলাদেশের খবর

অবৈধভাবে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়।

আটকরা শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা। বন বিভাগের সহকারী সংরক্ষক ফজলুল হক জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তারা তার আগেই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছ জব্দ করা হয়।

আব্দুস সামাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার সুন্দরবন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর