জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১
-68b6e147eb4a1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন এবং অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা বলেন, হঠাৎ ফি বাড়ানো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য কষ্টকর। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেওয়ার ঝুঁকিতে পড়বেন। তারা ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
ChatGPT said:
শাহরিয়ার খান সাকিব/এআরএস