Logo

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

ছবি : বাংলাদেশের খবর

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন এবং অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা বলেন, হঠাৎ ফি বাড়ানো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য কষ্টকর। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেওয়ার ঝুঁকিতে পড়বেন। তারা ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

ChatGPT said:

শিক্ষার্থীদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে— ফরমপূরণের বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ভবিষ্যতে অযৌক্তিক সিদ্ধান্ত এড়িয়ে চলা, অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত পরিবহন, শিক্ষক ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করা।

শাহরিয়ার খান সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর