Logo

সারাদেশ

সোনাগাজীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

সোনাগাজীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

ফেনীর সোনাগাজীতে পাওনা ১৩ লাখ টাকা ফেরত এবং প্রাণনাশের হুমকি থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টের কনভেনশন হলে তারা এ সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী নুর হোসাইনের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী মো. ইলিয়াছ প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ১৩ লাখ টাকা নিয়ে দোকান ঘর বুঝিয়ে দেন। পরে ইলিয়াছ ওই দোকান তার ভাইদের দিয়ে দেন এবং টাকা ফেরত না দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা, র‌্যাব ও সেনা ক্যাম্পে একাধিক অভিযোগ দেওয়া হলেও সমাধান মেলেনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর শ্যালক শাখাওয়াত হোসেন রায়হান, মধ্যস্থতাকারী আশরাফুল ইসলাম বুলবুল ও ডা. ইমাম উদ্দিনও উপস্থিত ছিলেন।

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর