Logo

সারাদেশ

রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯

রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেদী হাসান নরসিংদীর রায়পুরা উপজেলার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

পরিবারের সঙ্গে গোলাকান্দাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন মেহেদী। তার স্ত্রী ও দুই বছরের একটি সন্তান রয়েছে। পেশায় তিনি মোবাইল ফোন মেকানিক ছিলেন এবং গাউছিয়া মার্কেটে কাজ করতেন।

এছাড়া তাদের মালিকানাধীন ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ নামে একটি দোকান রয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর