আলফাডাঙ্গায় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজনে উজ্জীবিত বিএনপি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
-68b705833e26b.png)
গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।
সভায় প্রধান অতিথি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য কয়েকটি ভুঁইফোঁড় সংগঠন গুপ্ত ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা রাজপথে থেকে সেই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি আরও শক্তিশালী হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আলামিন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. এম এ আজিজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি কাজী সাজেদুল হক লিটন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ প্রমুখ।
রাকিবুল/এইচকে