উত্তরা ইপিজেডে শ্রমিক নিহতের ঘটনায় এনসিপির ৭ দাবি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এভারগ্রীন পরচুলা কারখানার শ্রমিক হাবিবুর রহমান হাবিব (২১) নিহতের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দলটির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। তিনি অভিযোগ করেন, ২৩ দফা দাবি আদায়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, এতে হাবিব নিহত হন। কারা নির্দেশ দিয়েছিল, তা চিহ্নিত করে বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, কর্মী ছাঁটাইয়ে সুস্পষ্ট নীতিমালা, শ্রমিকদের ওপর মিথ্যা মামলা বন্ধ, গুলির নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা এবং প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, যুগ্ম সমন্বয়ক মোহায়মেনুল ইসলাম সানা, শাহ আব্দুল আজিজ ও আকতারুজ্জামান।
এমএইচএস