Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪

আলফাডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব।

সভায় আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, ‘বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে জন্ম নিয়েছে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি এখনও অবিচল।’

নুরুজ্জামান খসরু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণমানুষের আস্থার প্রতীক হয়েছে। জনগণের রায়ের মাধ্যমে আবারও গণতন্ত্র বিজয়ী হবে।’

হাসিবুল হাসান হাসিব বলেন, ‘দলটি জন্মলগ্ন থেকে গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করছে। বারবার দমন-পীড়নের শিকার হয়েও বিএনপি জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সিকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমিনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, যুবদলের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

রাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর