মাগুরায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তারে অভিযান

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
মাগুরা সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। কিশোরী বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর বড় বোন জানান, মঙ্গলবার রাতে তার বাকপ্রতিবন্ধী বোন ও মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় স্থানীয় বাদশা শেখ ঘরে প্রবেশ করে তার বোনকে ধর্ষণ করে। চিৎকার শুনে মা জেগে উঠলে বাদশা শেখ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের গাইনি ওয়ার্ড সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী মেয়েটিকে সকালে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং চিকিৎসা চলছে।
মাগুরা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ডা. নাকিমা বলেন, ‘মেয়েটির শরীর থেকে নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘কিশোরী যেহেতু বাকপ্রতিবন্ধী, তাই তার কাছ থেকে কিছু জানা সম্ভব হয়নি। তার মাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। আসামি বাদশা শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’
তাছিন জামান/এআরএস