Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উপলক্ষে মতবিনিময়

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উপলক্ষে মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করেন।

সভায় আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের আনসারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রাজা, সহ সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) খাগড়াছড়িতে অনুষ্ঠিত জশনে জুলুছে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর