Logo

সারাদেশ

বাউফলে সরকারি দপ্তরে রাজনৈতিক প্রদর্শনী

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

বাউফলে সরকারি দপ্তরে রাজনৈতিক প্রদর্শনী

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের প্রবেশদ্বারে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি ব্যানার ও ফেস্টুন। প্রথম দর্শনে বোঝা যায় না এটি সরকারি কার্যালয়, মনে হয় যেন কোনো রাজনৈতিক দলের অফিসে প্রবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে দেয়াল ও আশপাশের এলাকায় বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ও শুভেচ্ছা ফেস্টুন টানানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সংগঠনের নাম, ছবি এবং পদবী স্থান পেয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা পরিষদ হলো জনগণের দপ্তর, যেখানে সাধারণ মানুষের সেবা প্রদানের কথা। তবে রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে সেজে উঠায় এটি সাধারণ মানুষের কাছে প্রশাসনিক মর্যাদা হারাচ্ছে।

স্থানীয় নাগরিক রবিউল ইসলাম বলেন, `উপজেলা পরিষদের প্রাঙ্গণের এই অবস্থা দেখে মনে হয় যেন পৈত্রিক সম্পত্তি দখল করা হচ্ছে।'

সচেতন মহল মনে করেন, উপজেলা পরিষদ একটি প্রশাসনিক প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক প্রদর্শনী না করে জনগণের স্বার্থে কার্যক্রম ও সেবা নিশ্চিত করার পরিবেশ তৈরি করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে জানতে কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর