Logo

সারাদেশ

শেয়াল ঠেকাতে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গরু ও কৃষকের

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

শেয়াল ঠেকাতে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গরু ও কৃষকের

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন বাগানে শেয়ালের প্রবেশ ঠেকাতে বসানো বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষক শাহাদত হোসেন (৫০) মৃত্যুবেরণ করেন। একই সঙ্গে একটি গরুও মারা গেছে। এ ঘটনায় কৃষক ইকতার হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালসার গ্রামে এই দুর্ঘটনা ঘটে ।

মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে। আহত ইকতার হোসেন তালসার পশ্চিমপাড়ার খেজের আলীর ছেলে এবং বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হক নামে একজন কৃষক তার ড্রাগন ক্ষেতের চারপাশে বিদ্যুতের তার বসিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন ও ইকতার হোসেন হালচাষের জন্য জমিতে গেলে একটি গরু তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও গরুটি মারা যায়। আর কৃষক ইকতার হোসেন আহত হন। আহতকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানান, মানুষের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে শাহাদত হোসেন মাটিতে পড়ে ছিলেন এবং ইকতার হোসেন গরু ছাড়ানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনাস্থলে আছে। কেউ অভিযোগ না করলে থানায় অপমৃত্যুর মামলা হবে।

বুরহান উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর