Logo

সারাদেশ

শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Icon

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২

শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শিবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মতিয়ার রহমান (৫০)। তিনি রংপুর জেলার কোতোয়ালি উপজেলার মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে মতিয়ারের কাছে থাকা চালের বস্তা থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন, ‘চালের বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মতিয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নুসরাত জাহান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর