Logo

সারাদেশ

ঠিকাদার উধাও, মদন-ফতেপুর সড়কে দুর্ভোগ

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

ঠিকাদার উধাও, মদন-ফতেপুর সড়কে দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার মদন-ফতেপুর সড়ক খুঁড়ে রেখে ঠিকাদার উধাও হয়ে গেছে। নির্ধারিত সময়ের দুই মাস পার হলেও কাজ শেষ করেনি চট্টগ্রামের মোহাম্মদ ইউনূস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার নোটিশ পাঠালেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে সড়কের বেহাল অবস্থায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মদন উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১৪ কিলোমিটার দীর্ঘ মদন-ফতেপুর সড়কটি পৌর সদরের সঙ্গে তিনটি ইউনিয়ন—মদন সদর, তিয়শ্রী ও ফতেপুর—কে যুক্ত করেছে। ২৫টি গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রায়ই। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এতে সময় অপচয়ের পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।

পৌর সদর থেকে তিন কিলোমিটার অংশের সংস্কার কাজের জন্য বরাদ্দ হয় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। কাজটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের দুই মাস পার হয়ে গেলেও কাজ শেষ হয়নি। মাত্র ১৫০ মিটার কাজ করে বাকিটা খুঁড়ে ফেলে ঠিকাদার উধাও হয়ে যায়। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

সড়ক ব্যবহারকারী আব্দুল্লাহ ও আশরাফুল ইসলামসহ কয়েকজন বলেন, ‘দুই বছর ধরে সড়কটি খানাখন্দে ভরা। কিছু অংশে কাজ শুরু হলেও তা শেষ হয়নি। এখন চলাচল করা কষ্টকর। দ্রুত কাজ শেষ করা হোক।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শামীম বলেন, ‘বিভিন্ন সমস্যা ও পাথর সংকটের কারণে কাজ বন্ধ ছিল। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে।’

মদন উপজেলা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন বলেন, ‘মদন-ফতেপুর সড়কের অবস্থা নাজুক। ঠিকাদার কাজ বাস্তবায়ন করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঠিকাদারকেও বারবার চিঠি দেওয়া হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর