সিংগাইরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭
-68b94d7c6de24.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— দৌলতপুরের আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুরের মনির হোসেন (৬০)। আহতরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার মহসিন (৩২) ও পাবনার শাহজাহান আলী (৬০)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস