Logo

সারাদেশ

সৈকতের ঝাউবাগানে স্থানীয় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

সৈকতের ঝাউবাগানে স্থানীয় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আমিনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে নিহতের পরিচয় নিশ্চিত হয়।

মোহাম্মদ আমিন ঢাকার জাতীয় দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’-এর উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে না পারলেও ওসি বলেন, ‘প্রাথমিকভাবে এটি সুইসাইড হতে পারে বলে মনে হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল।’

আমিনের এ মৃত্যুকে ‘রহস্যজনক’ উল্লেখ করে তার বেশ কয়েকজন সাংবাদিক সহকর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর