Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে, সেখানে লোপ লাইনে চলাচল করা সম্ভব হবে। তবে দ্রুতই লাইনচ্যুত বগিটিকে সরিয়ে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর