Logo

সারাদেশ

রূপগঞ্জে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

রূপগঞ্জে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহৃত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পোস্তগোলা ব্রীজ সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে নাসির উদ্দিন নিজ বাড়ি থেকে প্রাইভেটকারে ভুলতা এলাকার আজিজ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকে গিয়েছিলেন। কাজ শেষ করে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি জানতে পেয়ে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে অনুসন্ধান চালায়। অপহরণের ৭ ঘণ্টা পর রাত ৯টার দিকে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে নাসির উদ্দিনকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এন বি আকাশ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর