Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

গোবিন্দগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জন গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মূর্তিসহ তাদের গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার এ মূর্তি উদ্ধার করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত করা যাবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর