Logo

সারাদেশ

অসতর্কতা ও ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহারে বাড়ছে দুর্ঘটনা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

অসতর্কতা ও ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহারে বাড়ছে দুর্ঘটনা

নিন্মমানের ও ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস দুর্ঘটনা বাড়ছে। এতে মানুষ হতাহতের পাশাপাশি সম্পদের ক্ষতি হচ্ছে। গ্যাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে লাশের মিছিল বাড়লেও মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক হচ্ছে না।

সর্বশেষ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।

কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে। তারা বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন- গৃহকর্তা মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের তিন কন্যা তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬)।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানবের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রীর ৪৫ শতাংশ, তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ঘরটির ভেতরেই রান্নার চুলা ছিল। একটি গ্যাস সিলিন্ডার সেখানে পাওয়া গেছে। চুলার সঙ্গে গ্যাসের অন্য কোনো সংযোগ পাওয়া যায়নি। নিচতলায় ঘর হওয়ায় চুরির ভয়ে হয়তো রাতে দরজা-জানালা বন্ধ ছিল। আর সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে চেম্বারের মতো হয়ে যায়। ভোরে আগুনের কোনো উৎসে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী সবিনয় দাস বলেন, মানব একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। পরিবার নিয়ে বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন। একটাই ঘরে রান্নাঘর ও বাথরুম। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হন। আমি দ্রুত গাড়ির ব্যবস্থা করে সবাইকে হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, তাদের কারও অবস্থাই ভালো না। ডাক্তার রক্ত জোগাতে বলছেন। আমি রক্তের জন্য দৌড়াচ্ছি।

উল্লেখ্য, কয়েক কিলোমিটার দূরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেড ঘরে গত ২৩ আগস্ট এক বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন।

ইমতিয়াজ আহমেদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্যাস সরবরাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর