Logo

সারাদেশ

ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদ

অপূর্ব অসীম

অপূর্ব অসীম

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

একসময় ফরিদপুরের মানুষের জীবনের অংশ ছিল কুমার নদ। এখন সেই ঐতিহ্যবাহী নদ দিন দিন পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে।

শহরের বিভিন্ন বাজার, ড্রেন ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা অবাধে ফেলা হচ্ছে নদীতে। এতে দূষিত হচ্ছে পানি, দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে আশপাশের পরিবেশ।

নদীর দুই পাড় দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। ফলে নদীর গতিপথ সরু হয়ে গেছে। কোথাও কোথাও ময়লার স্তূপ জমে ডোবার মতো হয়ে পড়েছে নদীর অংশবিশেষ।

পচা পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। তবুও অসহায় মানুষজন বাধ্য হয়ে সেই পানিতেই গোসল করছেন।

স্থানীয়রা জানান, হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজারসহ শহরের বিভিন্ন এলাকার যাবতীয় বর্জ্য ও ড্রেনের নোংরা পানি সরাসরি কুমার নদে ফেলা হচ্ছে। ফলে নদীটির অস্তিত্ব আজ হুমকির মুখে।

পরিবেশবাদীরা বলছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে কুমার নদ পুরোপুরি মৃতপ্রায় হয়ে পড়বে। 

এসডি/এইচকে/এসডি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর