চাঁদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শাওন সরকার (১৮) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার নারায়ণপুরের বাদামগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
নিহত শাওন উপজেলার উত্তর নলুয়া এলাকার ইকবাল সরকারের ছেলে। মা রোকসানা বেগমকে নিয়ে তিনি উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। ভাড়া করা অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।
পরিবারের দাবি, শাওনের সঙ্গে উপজেলার নারায়ণপুর ও উত্তর নলুয়া এলাকার কয়েকজন ব্যক্তির টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে একাধিকবার তাদের সঙ্গে শাওনের কথা কাটাকাটি হয়। তখন তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
কান্নাজড়িত কণ্ঠে শাওনের মা রোকসানা বেগম বলেন, ছেলেকে পরিকল্পনা করে তারা মেরেছে। ছেলে খুন হয়েছে। এখন আমি কী নিয়ে বাঁচব? আমার সব শেষ। ছেলেই ছিল আমার সবকিছু। ছেলের আয়েই সংসারের খরচ চলত। এখন সংসার কে চালাব? আমি ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে কয়েকজন যাত্রীবেশী দুর্বৃত্ত শাওনের অটোরিকশায় ওঠে। বাদামগাছতলা এলাকায় পৌঁছে তারা নেমে যাওয়ার কথা বলে অটোরিকশা থামাতে বলে। মুহূর্তের মধ্যে শাওনের মাথা, চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিলে তারা অটোরিকশা ফেলে পালায়। পরে গুরুতর আহত শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, এ ঘটনার সাথে সম্পৃক্ত আলামত জব্দ করা হয়েছে। এর সূত্র ধরেই তিনজনকে আটক করেছি। এছাড়া একটি পিকআপভ্যানে করে অটোরিকশা নিয়ে যাচ্ছিল, সেটিও শনাক্ত করা হয়েছে। অচিরেই প্রধান অভিযুক্তকেও আটক করা হবে।
আলআমিন ভূঁইয়া/এমবি