Logo

সারাদেশ

বাইক দুর্ঘটনায় শয্যাশায়ী বর, হাসপাতালেই হলো বিয়ে

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

বাইক দুর্ঘটনায় শয্যাশায়ী বর, হাসপাতালেই হলো বিয়ে

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় এক হিন্দু দম্পতির বিবাহ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ অনন্য বিয়ের আয়োজন করা হয়।

বাইক দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে শয্যাশায়ী ছিলেন। তবুও নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের আয়োজন। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সম্পন্ন করেন জীবনের এই বিশেষ মুহূর্ত।

হাসপাতালের চার দেয়ালের ভেতরেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে-বরের পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের সাক্ষী হয় এই আয়োজন।

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, বর মানিকগঞ্জ সদরের বাসিন্দা। বাইক দুর্ঘটনায় তার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। বৃহস্পতিবার তার বিয়ের দিন ছিল। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে এবং কনসালট্যান্টদের সঙ্গে পরামর্শ করে হাসপাতালের ভেতর একটি নির্দিষ্ট স্থানে বিয়ের আয়োজনের অনুমতি দেয়।

তিনি আরও বলেন, ‘রোগীদের সেবায় আমরা সবসময় আন্তরিক। এ আয়োজনও সেই মানবিকতার অংশ।’

এ বিরল আয়োজন দেখে হাসপাতালের অন্যান্য রোগী, স্বজন ও উপস্থিত সবাই বিস্মিত হওয়ার পাশাপাশি আবেগাপ্লুত হন।

আফ্রিদি আহাম্মেদ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর