২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল ৮টা থেকে ভাঙ্গা উপজেলায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় মানুষজন। এ কারণে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত নতুন আসন সীমানা অনুযায়ী ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
অবরোধকারীরা ভাংগা উপজেলার হামিরদী, পুখুরিয়া, মুনসুরাবাদ ও দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সড়কে গাছ ও বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধকারীরা বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ইমরান মুন্সী/এমএইচএস