অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলাদেশের খবর
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, শিক্ষার্থীদের ওপর হামলা ও সংগঠনটির বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগর ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ্যা অপবাদের দায় চাপাতে চাইছে একটি মহল।
বক্তারা বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না। আমরা চাই ডাকসু নির্বাচন যেন বাতিল না করা হয়।
এমবি