Logo

সারাদেশ

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইব্রাহিম একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদক ঢাকা নিয়ে যাচ্ছিল।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। আলেখারচর এলাকায় চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে বেকডালায় রাখা ২৫টি ফয়টলে প্রতিটিতে ২ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক ও একমাত্র আরোহী মো. ইব্রাহিমকে আটক করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন,

মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর