Logo

সারাদেশ

ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে সাজিন ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নদে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাজিন ইসলাম ওই গ্রামের ১নং কলোনির একরামুল ইসলামের ছেলে। তিনি আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানের পর কপোতাক্ষ নদে গোসল করতে যান সাজিন ইসলাম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের ওয়াসিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে শিশু সাজিন কপোতাক্ষ নদে গোসল করতে নেমে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর