রূপগঞ্জে শুটার রিয়াজ বাহিনীর ৫ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। তবে সাব্বির, মামুনসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজের সহযোগী সাব্বিরের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিল। অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ফেললে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
অভিযান শেষে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জমি দখল, বালু ভরাট ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন সময়ে রাজনৈতিক আশ্রয়ে থেকে তারা শুটার রিয়াজের নেতৃত্বে এলাকায় অস্ত্রের মহড়া চালাত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজ বাহিনীর সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করছিল। সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে। পলাতকদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এন বি আকাশ/এমবি