Logo

সারাদেশ

গাজীপুরে বাসের ধাক্কায় ওসি নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০২

আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫১

গাজীপুরে বাসের ধাক্কায় ওসি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজ হাসান নামের এক ওসি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের  সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ জানায়, মুস্তাফিজ হাসান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহত মুস্তাফিজ হাসান নওগাঁ জেলায় ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ঘাতক বাসচালক সুমকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ। 

এমএএস/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত ব্রেকিং নিউজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর