সোনাগাজীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক আগুন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪
-68bb8d33cd260.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপ্টনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পাহারাদারের কক্ষে হঠাৎ আগুন লাগে।
স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে জহির উদ্দিন মাহমুদ লিপ্টন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এ ঘটনায় আমি বিচলিত নই। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে আমার বাড়িটা তো কিছুই না।’
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস