মতলবে লাভলু হত্যা : অটোচালক বাবু দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬

ছবি : সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির সাবেক নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যা মামলার আসামি অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন।
পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, বাবু দীর্ঘ তিন বছর পলাতক থাকার পর ২৮ আগস্ট নবুরকান্দি শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার হন। এর আগে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ১ নভেম্বর রাতে খাবার খেয়ে নিজ স’মিলে রাতযাপন করতে গেলে পরদিন ভোরে মান্দারতলীর সড়কের পাশে লাভলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আহসান হাবিব সাতজনকে আসামি করে মামলা করেন।
পরিবারের অভিযোগ, বাবু অটোরিকশায় করে লাশ ফেলে রেখে যান। মামলার অন্য আসামিরা জামিনে থাকায় বাদীপক্ষ এখনও হুমকি-ধমকির শিকার বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। প্রায় তিন বছরেও চার্জশিট না হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
পিবিআই বলছে, রিমান্ডে বাবুকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটনে অগ্রগতি হবে।
আলআমিন ভূঁইয়া/এআরএস