Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও তিন

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮

মুন্সীগঞ্জে অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও তিন

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অতিরিক্ত মদপানের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটে। মৃতদের মরদেহ প্রশাসনকে অবগত না করেই দাফন করা হয়েছে।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তারা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এ ঘটনায় মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চারজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে বিষয়টি প্রশাসনকে না জানিয়েই মরদেহ দাফন করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর