কুড়িগ্রামে দেখা মিলল চার পা-ওয়ালা কানি বকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮
-68bb9ebe8d54b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা-ওয়ালা এক কানি বক দেখা গেছে। বকটির দু’টি পা স্বাভাবিক হলেও বাকি দু’টি অস্বাভাবিকভাবে ছোট। বিরল এ দৃশ্য দেখতে স্থানীয়রা প্রতিদিন ভিড় জমাচ্ছেন।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে। গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতে বর্তমানে খাঁচায় রাখা হয়েছে বকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার (৩ সেপ্টেম্বর) হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। বাড়ি ফেরার পথে এক পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বকটির চারটি পা দেখে তিনি অবাক হন। পরে কৌশলে ধরে এনে বাড়ির খাঁচায় রাখেন।
দর্শনার্থী মো. আজগর আলী (৬০) বলেন, ‘এ বয়সে অনেক বক দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা বক কখনো দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।’
আব্দুর রশিদ বলেন, ‘প্রথমে দেখে আমিও হতভম্ব হয়ে যাই। পরে আগ্রহবশত ধরে এনে খাঁচায় রাখি। মাছ কিনে এনে খাওয়াই এবং যত্নও নিচ্ছি।’
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, ‘এটি দেশি প্রজাতির বক। স্থানীয়ভাবে একে কানি বক বলা হয়। জন্মগত ত্রুটির কারণে এমন হয়েছে বলে ধারণা করছি।’
এআরএস