Logo

সারাদেশ

বাউফলে প্রশাসনিক কাজে স্থবিরতা, পদায়নের পরপরই ছুটিতে ‘এসিল্যান্ড’

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

বাউফলে প্রশাসনিক কাজে স্থবিরতা, পদায়নের পরপরই ছুটিতে ‘এসিল্যান্ড’

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কর্মকর্তা সংকট চরমে পৌঁছেছে। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, আর বিভিন্ন দপ্তরের কার্যক্রম চলছে ধীর গতিতে।

গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বপৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের দায়িত্ব একাই পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। তবে নিয়মিত অফিসে তাকে পাওয়া যাচ্ছে না। ফলে বহু গুরুত্বপূর্ণ ফাইল তার স্বাক্ষরের অপেক্ষায় আটকে আছে।

এই পরিস্থিতিতে সদ্য পদায়িত নতুন এসিল্যান্ড মো. সোহাগ মিলু দীর্ঘ ছুটিতে থাকায় ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয় সূত্র জানায়, তিনি যোগদান করলেও দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে, এখনও দাপ্তরিক কাজ শুরু হয়নি।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২১ আগস্টের প্রজ্ঞাপনে সোহাগ মিলুকে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। ২৬ আগস্ট তিনি ইউএনও আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়নি।

ভূমি অফিস পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, ইউএনও নিয়মিত ভূমি অফিসে না আসায় ফাইল নিয়ে উপজেলা পরিষদে ছুটতে হচ্ছে। এতে সেবা প্রার্থীরা পড়ছেন ভোগান্তিতে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের এক কর্মচারী অভিযোগ করেন, ইউএনও যেসব সরকারি জমি লিজ দিয়েছেন, তার সরকারি রাজস্ব এখনো জমা দেননি। এসব ঠিক করতে ইউএনও নতুন এসিল্যান্ডকে বলেছেন আপাতত বিশ্রাম নিতে। তাকে আরও এক সপ্তাহ পর দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে সোহাগ মিলু জানান, নতুন পরিবেশ আবহাওয়ার কারণে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। ইউএনও তাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। তিনি পরিবারের সঙ্গে শিগগিরই বাউফলে ফিরে দায়িত্ব নেবেন।

বিষয়ে ইউএনও আমিনুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন, প্রথমে বিষয়টি তার জানা ছিল না। পরে তিনি জানান, এসিল্যান্ড যোগদান করেছেন, হয়তো দায়িত্ব হস্তান্তর হয়নি। খুব শিগগিরই তিনি দায়িত্ব নেবেন বলে আশ্বাস দেন।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর