Logo

সারাদেশ

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার, সম্পাদক লুৎফর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার, সম্পাদক লুৎফর

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. লুৎফর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। মোট ৭৮১ জন ভোটারের মধ্যে ছয়জন অনুপস্থিত ছিলেন।

সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে আনছার প্রামাণিক ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান ছাতা প্রতীকে পান ২২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে লুৎফর রহমান ৪২৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটরসাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন আনারস প্রতীকে পান ৭৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতীকে রাসেল উদ্দিন বাবু ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে পান ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পান ৮৭ ভোট।

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করেছেন ভোটাররা। আশা করি নতুন কমিটি ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর